নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ জামাইষষ্ঠীর আগে গতকাল নদীয়ার শান্তিপুরের গবারচর এলাকায় মৎস্যজীবীদের জালে ধরা পড়লো জোড়া কাতলা। একটির ওজন ১২ কেজি ৭০০ গ্রাম ও অন্যটির ওজন ৩৪ কেজি ৯০০ গ্রাম। তাই ভাগীরথী নদীর চরে দু’টি মাছকে দেখতে কৌতূহলী উৎসাহীদের ভিড় উপচে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যাবেলা গৌতম বিশ্বাস নামে এক জন মৎস্যজীবী ভাগীরথীতে জাল পেতেছিলেন। জালে প্রথমে একটি কাতলা মাছ ধরা পড়ে। এরপর আর কিছুক্ষণ পরে আরো একটা বিশালাকার কাতলা মাছ ধরা পড়তেই গৌতমবাবু অবাক হয়ে যান।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর কাতলা মাছটির চাহিদা দেখে তিনি কাতলা মাছটিকে নিলামে তোলেন। কিন্তু বেশী লাভ না হওয়ায় কিঞ্চিৎ মন খারাপের সুরে জানান, ‘‘এই কাতলা মাছটির বাজারে প্রায় ২০ হাজার টাকা দাম। তবে বেশী দাম না পাওয়ায় খারাপ লাগছে।’’