নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ ছত্রিশগঢ়ের মহাসামুন্দ জেলার পুটকা গ্রামে মা-বাবা ও ঠাকুমার কাছ থেকে টাকা না পেয়ে তিন জনকে লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো এক জন যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম উদিত ভই।
সূত্রের খবর, নেশার জন্য প্রথমে উদিত মা-বাবার কাছে টাকা চেয়েছিল। কিন্তু তারা টাকা দিতে অস্বীকার করায় ঠাকুমার কাছেও টাকা চায় তবে তিনিও টাকা দেননি। এই নিয়ে মা-বাবা এবং ঠাকুমার সাথে বচসা হয়। এরপর রাতেরবেলা মা-বাবা এবং ঠাকুমা ঘুমিয়ে পড়লে প্রথমে বাবা প্রভাত ভইয়ের মাথায় আঘাত করায় প্রভাতবাবুর মৃত্যু হয়। আর স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রীরও একই ভাবে মৃত্যু হয়।
তারপর চিৎকার শুনে ঠাকুমা বেরিয়ে এলে তাকেও লাঠি দিয়ে বেধড়ক মারধর করলে ওই আঘাতে মৃত্যু হয়। এরপর মৃতদেহগুলি বাথরুমে ঢুকিয়ে রেখে পরদিন সেই মৃতদেহগুলি বাড়ির পিছনে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়ে থানায় গিয়ে পুলিশের কাছে মা-বাবা ও ঠাকুমার নামে নিখোঁজ ডায়েরী করে। উদিতের ভাই অমিত কাছেও মা-বাবা এবং ঠাকুমার নিখোঁজ হয়ে যাওয়ার খবর পৌঁছালে অমিতের সন্দেহ হয়।
সে পড়াশোনার জন্য রাইপুরে থাকত। তারপর সেখান থেকে ফিরে মা-বাবার ঘরে রক্তের দাগ দেখতে পেয়ে সন্দেহ আরো দৃঢ় হয়। এরপর বাড়ির পিছনে পোড়া কাঠ দেখতে পেয়ে পুলিশকে গোটা বিষয়টি জানান। তারপরই পুলিশ উদিতকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই পুরো ঘটনা প্রকাশ্যে আসে। আর সেও নিজের দোষ স্বীকার করতেই উদিতকে খুনের অপরাধে গ্রেফতার করা হয়।