নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের সিওনি জেলার মাগারকাথা গ্রামে বোনের সাথে কথা বলতে বাধা দেওয়ায় এক কিশোরকে সাইকেলের চেন দিয়ে শ্বাসরোধ করে মাথা থেঁতলে, গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল তিন জন বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্তরা ১৬, ১৪ ও ১১ বছর বয়সী। অভিযুক্তদের মধ্যে দুই ভাই রয়েছে।
এক জন মহিলা স্টোনচিপসের ঢিবির উপর রক্তমাখা প্লাস্টিকের ব্যাগ দেখে এলাকাবাসীদের খবর দেন। এরপর এলাকাবাসীরা পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই ব্যাগের ভিতর থেকে বারো বছর বয়সী এক জন কিশোরের থেঁতলানো দেহ উদ্ধার করেন।
পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে জানতে পেরেছেন, অভিযুক্তদের এক জন ১২ বছর বয়সী কিশোরের বোনের সাথে কথা বলার চেষ্টা করছিল। এরপর সে বিষয়টি জানার পরই বন্ধুদের নিষেধ করে। তারপর তারা ওই কিশোরকে খুন করার পরিকল্পনা করে একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়। সেখানেও বন্ধুদের সাথে এই বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়।
এরপর ওই কিশোরের গলায় বন্ধুরা সাইকেলের চেন পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। এদিকে সে বাঁচার জন্য ছটফট করতে থাকলে মাটিতে ফেলে পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। আর মৃত্যু নিশ্চিত করতে গলার নলিও কেটে দেওয়া হয়। তারপর প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ একটি প্লাস্টিক ব্যাগে ভরে পরিত্যক্ত জায়গায় ফেলে দেয়। পুলিশ অভিযুক্তদের আদালতে তুললে বিচারক ১৪ দিনের জন্য হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন।