অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল কলকাতার রিজেন্ট পার্কের পূর্ব পুঁটিয়ারির দক্ষিণপাড়াতে একটি নির্মীয়মান চারতলা বাড়ির ছাদে মদ্যপান চলাকালীন দুই জন যুবকের মধ্যে বচসা বাঁধলে কিছুক্ষণ পরেই দুই জন যুবক ছাদ থেকে পড়ে যায়। এদের মধ্যে মৃত্যু হয় ১ জনের। মৃতের নাম প্রলয় বিশ্বাস। অন্য জন গুরুতর আহত হয়েছে।
আবাসিকদের সূত্রে জানা গেছে, ফ্ল্যাটের ছাদে প্রলয় ও অমিত নায়েক নামে দুই জন যুবক মদের আসর বসিয়েছিল। কিন্তু আচমকা ফ্ল্যাটটি থেকে ভারী কিছু মাটিতে পড়ে যাওয়ার শব্দ পেয়ে সকলে ছুটে এসে দেখেন, প্রলয় এবং অমিত মাটিতে পড়ে রয়েছেন। এরপর দু’জনকেই এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে প্রলয়কে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
আর অমিতকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এছাড়া রিজেন্ট পার্ক থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে আবাসিকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোটা বিষয়টি জানতে পারেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মদের নেশায় ধাক্কাধাক্কির ফলে এই ঘটনাটি ঘটেছে। আপাতত পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।