নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ পাঁচ বার বিয়ের সম্বন্ধ ভাঙার পর ছ’বার বিয়ে ভেঙে যাওয়ায় গতকাল আত্মঘাতী হলো নদীয়ার শান্তিপুরের হরিপুর পালপাড়া এলাকার ৩০ বছর বয়সী ১ যুবক।
কনেপক্ষের দাবী, ‘‘আর্থিক স্বচ্ছলতা থাকলেও পেশায় মৃৎশিল্পী শঙ্কর পালকে পরিবারের পছন্দ হলেও কনের হবু বরের চেহারার কারণে বিয়েতে আপত্তি ছিল।’’ এদিকে বিয়ে করতে ইচ্ছুক শঙ্কর বিয়ের সম্বন্ধ বার বার ভেঙে যাওয়ায় মানসিক অবসাদের শিকার হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এছাড়া এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছেন।