নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গোরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তিহাড় জেলেই থাকতে হবে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা চলায় তাঁর আইনজীবী দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তিহাড় জেল থেকে আসানসোল জেলে ফেরত যাওয়ার আবেদন করলেও বিচারক রঘুবীর সিংহ আবেদন খারিজ করে দেন।
গত ১ লা মে অনুব্রত মণ্ডলের আবেদনের ভিত্তিতে দিল্লির আদালতে দীর্ঘ শুনানি হয়েছিল। কিন্তু কোনো নির্দেশ জারি করা হয়নি। এদিন তাঁর জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আদালতে হাজির করানো হলে বিচারক জানান, “অনুব্রত মণ্ডলের আবদনের কোনো ভিত্তি ও স্থায়িত্বও নেই। ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দাবী মেনে তিহাড় জেলেই থাকতে হবে।”
ইডির আইনজীবীর যুক্তি ছিল, “যদি ইডি দিল্লির আদালতে চার্জশিট দায়ের করে, তাহলে অনুব্রত মণ্ডলকে আসানসোল থেকে ফিরিয়ে আনতে ছয় থেকে আট মাস সময় লেগে যাবে। আর অভিযুক্ত ঠিক করবে কিভাবে, সে কোন জেলে থাকবে?”
প্রসঙ্গত, দু’সপ্তাহ ইডি অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে তিহাড় জেলে পাঠিয়েছেন। ইডির হেফাজত শেষে তদন্তকারীরা নতুন করে তিহাড়ে গিয়ে তাঁর বয়ান নথিবদ্ধ করেননি। দুই মাস হতে চললেও ইডি চার্জশিট দায়ের করেনি। তবে ইডির ফের প্রয়োজন হয় বা দিল্লিতে বিচার শুরু হয় তাহলে অনুব্রত মণ্ডলকে আবার তিহাড় জেলে নিয়ে আসা যাবে।