নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হরিদেবপুরে ঘরে আগুন লাগিয়ে মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার মা সোনালী চন্দ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
হরিদেবপুরের বাসিন্দা ওই কিশোরী থানায় মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানায়, “মা পরকীয়া সম্পর্কে জড়িত। নিজের প্রেমিকের সাথে চক্রান্ত করে বাড়িতে থাকাকালীন মা বাড়িতে আগুন লাগিয়ে খুন করার চেষ্টা করেছিল।” আর কিশোরী এই সংক্রান্ত মোবাইলের চ্যাট ও নানা ছবিও পুলিশকে দেখিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় সূত্রে জানা যায়, সোনালী দেবী স্বামী কৌশিক চন্দের সাথে থাকতেন না। মেয়েকে নিয়ে ফ্ল্যাটে থাকতেন। ইদানীং মা-মেয়ের মধ্যে খুব ঝগড়া হচ্ছিল। সোনালী দেবী প্রায় জিনিসপত্র নীচের দিকে ছুঁড়ে ফেলেন। সম্প্রতি যখন ওই ফ্ল্যাটে আবার আগুন লেগেছিল তখন মদের বোতল, ওষুধের পাতা ইত্যাদি নীচে ছোঁড়া হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here