নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ গত কয়েক দিন থেকে তেলঙ্গানায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত চলছে। এরই মধ্যে আজ সেকেন্দরাবাদে খোলা ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হলো চতুর্থ শ্রেণীর ১ জন ছাত্রীর। মৃতার নাম মৌনিকা। বয়স ৯ বছর।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, মৌনিকা তার প্রতিবন্ধী দাদার সাথে বাজার থেকে সব্জি কিনে বাড়ি ফিরছিল। কিন্তু হঠাৎ করে দাদা পথে খোলা ম্যানহোলে পড়ে যায়। এরপর মৌনিকা দাদাকে বাঁচাতে এগিয়ে আসলে পা ফসকে ম্যানহোলে পড়ে যায়। তারপর বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হলে একটি দল এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় মৌনিকাকে ম্যানহোল থেকে উদ্ধার করে।
এরপর তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রশাসনের তরফ থেকে মৃতের পরিবারকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু রাস্তার মধ্যে এভাবে খোলা ম্যানহোল থাকা নিয়ে গাফিলতির নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।