নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ আজ দুপুরবেলা মহারাষ্ট্রের ভিওয়ান্ডির ওয়ার্ধামান কম্পাউন্ড এলাকায় হুড়মুড়িয়ে বহুতল ভেঙে পড়ে মৃত্যু হলো ১ জনের। আর ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন ১০ জনের বেশী মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল শুরু হয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহুতল ভবনটির অবস্থা জরাজীর্ণ ছিল। ওই বাড়িতে চারটি পরিবার থাকত। ঘটনার সময় বহুতলের নীচের তলায় নির্মাণকাজ চলছিল। এই ঘটনার পর পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হলে পুলিশ এবং দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে আসে। এছাড়া বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে এসে পৌঁছায়।
এমনকি রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী কপিল পাতিল খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে জানান, “ভেঙে পড়ার সময় বিল্ডিংয়ে পনেরো থেকে কুড়ি জন ছিলেন। উদ্ধারকারীরা নয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এদের মধ্যে এক জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আপাতত যুদ্ধকালীন তৎপরতায় বাকিদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।”