নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ আজ উত্তরবঙ্গে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্ধকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েছে। শাসকদলের অভিযোগ, ‘বিজেপি পার্টি অফিস ভাঙচুর করেছে। আর এক জন কর্মীও আহত হয়েছেন।’ বিজেপির পাল্টা অভিযোগ, ‘প্রথমে তৃণমূলই তাদের পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে।’
এদিন সকালবেলা থেকেই ১২ ঘণ্টার বন্ধকে কেন্দ্র করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়েছে। কোচবিহারের ঘুঘুমারি, ভেটাগুরিতে গন্ডগোল হয়েছে। কোচবিহার এক নম্বর ব্লকের ঢাংঢিংগুড়িতেও তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। বিজেপির বন্ধের জেরে যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি অনেক দোকানপাটও জোর করে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তৃণমূল সব কিছু সচল রাখতে ও বন্ধের বিরোধীতা করতে পথে নামে। এমনকি বন্ধের প্রতিবাদে বাঁশ এবং লাঠি নিয়ে পথে নামেন। এরপরই বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এমনকি এক কর্মী আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, ‘‘এভাবে পার্টি অফিসে হামলা চালানো অনুচিত। তৃণমূল চাইলে বিজেপির একটি পার্টি অফিসও থাকবে না। গণতন্ত্রে শাসক ও বিরোধী শিবিরের সহাবস্থান জরুরী। তাই আমরা কিছু করি না।’’ অন্য দিকে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘সকালবেলা থেকেই আমাদের কর্মীরা বন্ধের সমর্থনে এলাকায় মিছিল বার করে।
Sponsored Ads
Display Your Ads Here
মিছিল শেষে কর্মীরা দলীয় কার্যালয়ে এসে বিশ্রাম নিচ্ছিলেন, তখনই আচমকা তৃণমূলের গুন্ডাবাহিনী এসে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে আর দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে। এতে আমাদের খদিবর রহমান নামে এক জন কর্মী আহত হয়। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তৃণমূল কর্মীরা পালিয়ে যায়।’’