নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলী স্টেশনে নিজস্বী তুলতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ১ জন কিশোরের। মৃতের নাম আজাদ শেখ। বাড়ি পূর্বস্থলীর বাবুইডাঙা এলাকায়। কিশোরের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
জানা গিয়েছে, আজাদ বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে ট্রেনে উঠেছিল। এরপর চলন্ত ট্রেনে নিজস্বী তুলতে গিয়ে রেললাইনের ধারের বিদ্যুৎ এর খুঁটিতে ধাক্কা লেগে ট্রেন থেকে ছিটকে নীচে পড়ে যায়।
এই দুর্ঘটনার পরই দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পূর্বস্থলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় কালনা মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পরই মৃত্যু হয়। তারপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।’’