নিজস্ব সংবাদদাতাঃ খড়্গপুরঃ হকাররা ট্রেনে সাধারণত পানীয় বোতল ও প্যাকেটবন্দি পানীয় জল বিক্রি করেন। এবার দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে বিশুদ্ধ পানীয় জলের বোতলের সাথে বিভিন্ন স্টিকার লাগিয়ে পানীয় জলের নামে নিম্ন মানের পানীয় জল বিক্রি হচ্ছে।
তাই রেল কর্তৃপক্ষ খড়্গপুর বিভাগের বিভিন্ন ট্রেন এবং স্টেশনে অননুমোদিত ও নিম্ন মানের প্যাকেটজাত পানীয় জল বিক্রির বিরুদ্ধে ব্যাপক প্রচার শুরু করেছে। পাশাপাশি বাণিজ্যিক পরিদর্শক হিজলি এবং বালাসোরে অবৈধ ভাবে জল বিক্রির জন্য পানীয় জলের প্যাকেট সহ চার জনকে আটক করা হয়েছে। এছাড়া জরিমানাও করা হয়েছে।
রেল সূত্রে জানা যায়, অভিযান চলাকালীন বালাসোর স্টেশনের কিছু ক্যাটারিং স্টলে অনিয়ম লক্ষ্য করা গিয়েছে। অভিযানের সময় নিম্ন মানের পানীয় জলের প্যাকেট ও বোতল পাওয়া গিয়েছে। তাছাড়া ভেন্ডিং স্টাফ ইউনিফর্ম ছাড়াই দায়িত্ব পালন করছেন এমনকি অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।