পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুর থানায় পুলিশী হেফাজতে থাকা বন্দির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷
গত ১৩ ই এপ্রিল দুপুরবেলা পুলিশ গড়িয়ার বাসিন্দা সুরজিৎ ওরফে সাহেব সর্দারকে চুরির মামলায় বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। কিন্তু পুলিশের নখিতে ১৪ ই এপ্রিল গ্রেফতার দেখানো হয়েছে। তবে আগেও সুরজিৎ এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইয়ের অভিযোগ ছিল। একাধিক বার গ্রেফতারও হন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ জানায়, গত ২০ শে এপ্রিল সুরজিৎ থানার লক আপে অসুস্থ বোধ করলে প্রথমে সোনারপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হলে গতকাল মৃত্যু হয়। আজ ময়নাতদন্ত হবে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় মৃতের পরিবার পুলিশ সুপারের কাছে নরেন্দ্রপুর থানা ও তদন্তকারী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করেন যে, ‘‘আমাদের কাছ থেকে টাকা চাওয়া হলে দু’ দফায় মোট ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। তবে আরো টাকা চাওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে সুরজিৎকে পিটিয়ে মারা ফেলা হয়েছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।’’

কংগ্রেস নেতৃত্ব সুরজিৎ এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন। প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, ‘‘নরেন্দ্রপুর থানা অন্যায়ের প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। এই ঘটনার ন্যায্য বিচার পেতে উচ্চ আদালতের দারস্থ হব। প্রয়োজনে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) তদন্তও চাওয়া হবে।’’
