Indian Prime Time
True News only ....

জলের দাবীতে রাস্তা অবরোধ করলেন বিক্ষোভকারীরা

- sponsored -

- sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। বরাবরই হুগলীর দেবানন্দপুরে পানীয় জলের সমস্যা ছিলই। এবার তা বাড়াবাড়ি হয়ে কার্যত হাহাকারে পৌঁছেছে। দীর্ঘদিন থেকেই দেবানন্দপুর পঞ্চায়েতের মালিকপাড়া, চন্দনপুর, বিশালাক্ষীতলা সহ বিভিন্ন এলাকায় জলের সমস্যা রয়েছে। আর এবার গতকাল এলাকাবাসী জলের দাবীতে দেবানন্দপুর রোড অবরোধ করেন।

এলাকাবাসীর অভিযোগ, ‘‘বছর খানেক আগে বাড়ি বাড়ি ট্যাপকল বসলেও গত কয়েক মাস জল পড়ছে না। ট্যাপকল বসানোর সময় রাস্তা থেকে বেশীরভাগ নলকূপ খুলে নেওয়ায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে। হাতেগোনা যে কয়েকটি নলকূপ রয়েছে, সেখানে ভিড় জমছে। এদিকে ভোটের সময় নেতারা এসে প্রতিশ্রুতি দেন। কিন্তু জল আসে না। অসহনীয় অবস্থা।’’

সম্প্রতি বিধায়ক অসিত মজুমদার ‘দিদির দূত’ কর্মসূচীতে এই বিষয় নিয়ে গ্রামের মানুষের ক্ষোভের মুখে পড়েন। এছাড়া অতি সম্প্রতি জলপ্রকল্পের ঠিকাদার সংস্থার এক কর্তার সাথেও হাতাহাতিও হয়। এদিকে পুলিশ প্রশাসন এই অবরোধ তোলার অনুরোধ করলে তা বিফলে যায়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

স্থানীয় পঞ্চায়েত সদস্য পীযূষ ধর ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে বিক্ষোভ হয়। প্রায় দুই ঘণ্টা পর অসিত মজুমদার অবরোধকারী এক মহিলাকে ফোন করে অবরোধ তোলার আর্জি জানালে ওই মহিলা বিধায়ককে ঘটনাস্থলে এসে কথা বলার দাবী জানান। এরপর অসিত মজুমদার জানান, ‘‘অবরোধ না তুললে, যাবেন না।’’

অবরোধকারীরা পাল্টা বলেন, ‘‘তারাও অবরোধ চালিয়ে যাবেন।’’ অসিত মজুমদার অবরোধকারীদের বলেছেন, ‘‘তারা বিজেপির সাথে যুক্ত।’’ এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। মহকুমা (সদর) প্রশাসনের এক জন কর্তা জানিয়েছেন, ‘‘জল সরবরাহের নতুন পাইপ লাইন বসানো চলছে। কাজ মেটা অবধি সময় দিতেই হবে।’’

আবার অসিত মজুমদারও জানিয়েছেন, ‘‘জলের নতুন পাইপ লাইন বসানোর কাজ চলছে। অবরোধ করলে সমস্যার সমাধান হয় না। বিজেপির ইন্ধনে অবরোধ হচ্ছে।’’ বিজেপি নেতা সুরেশ সাউয়ের পাল্টা জানিয়ে দিয়েছেন, ‘‘জল না পেয়ে মানুষ পথে নামছেন। জলের ব্যবস্থা না করে বিধায়ক বিজেপির ভূত দেখছেন।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored