নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে নদীয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৮টি নথি উদ্ধার করল। ইতিমধ্যে ওই নথিগুলি যাচাই করে দেখা হচ্ছে।
এদিন প্রথমে তদন্তকারীরা তাপস সাহার বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়ে ঢোকেন। ওই সময় তিনি সেখানে ছিলেন। এরপর তাপস সাহাকে বাড়িতে নিয়ে বাড়ির সমস্ত দরজা বন্ধ করে৷ দেন। তারপর বেডরুমে তল্লাশি চালানো হয়। সেখানে তেমন কিছু পাওয়ায় অন্য একটি ঘরে তল্লাশি চালান। তবে সেখানে একটি বন্ধ বাঙ্কার ছিল৷ যা খুলতেই ৬৮টি নথি উদ্ধার করা হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তল্লাশি অভিযানের সময় সিবিআইয়ের আধিকারিকরাও বেশ কিছু নথি নিয়ে গিয়েছিলেন। সেই নথির সাথে ওই ৬৮টি নথির কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যা যা প্রশ্ন করা হয়েছে সবকটির উত্তরই দিয়েছেন। কোনো প্রশ্ন এড়াননি। কিন্তু তার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্ত চলাকালীন তাপস সাহা জানান, ‘‘আমার কাছে যা জানতে চাইবে আমি সব বলব। তদন্ত চলছে চলুক, তাতে আমার কোনো আপত্তি নেই। সব রকম সহযোগীতা করছি ও করব।’’ অন্যদিকে তাপস সাহার গাড়িচালক এবং নিরাপত্তারক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।