রায়া দাসঃ কলকাতাঃ আজ বিমানবন্দর থেকে বিমান যাত্রা শুরু করার কিছুক্ষণ আগে হঠাৎ করে বিপত্তির কারণে কলকাতা থেকে কোচবিহারগামী বিমান বাতিল হয়ে গেল। এর জেরে যাত্রীরা অত্যন্ত দুর্ভোগের মধ্যে পড়লেন।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সকালবেলা ১০ টা নাগাদ একটি বিমান কলকাতা থেকে কোচবিহারে যাওয়ার সময় বিমানবন্দরের ট্যাক্সিওয়ে ধরে মূল রানওয়ের দিকে যাত্রা শুরু করতেই ওই বিমানটি এক দিকে কাত হয়ে যেতে থাকে। ওই সময় ওই বিমানে সাত জন যাত্রী ছিলেন। এর ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক ভাবে সমস্যা বুঝতে না পেরে বিপদ এড়াতে সেই অবস্থায় বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে ইঞ্জিনিয়াররা কিছুক্ষণ খতিয়ে দেখার পর বুঝতে পারেন, ওই বিমানের একটি চাকা থেকে হাওয়া বেরিয়ে গিয়েছে। তখনই ওই বিমান বাতিল করে দেওয়া হয়।