অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) মামলায় আদালতে শুনানি ছিল। শুনানিতে ইডি জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আংটি নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিল। প্রভাবশালী বলেও অভিহিত করেছিল। আর ফলস্বরূপ বিকেলবেলাই পার্থ চট্টোপাধ্যায় ওই অলঙ্কার খুলে ফেললেন।
ইডির আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে জানান, ‘‘জেল কোডের ২৫০, ৫০৪ ও ৬৬০ নম্বর ধারা অনুসারে সংশোধনাগারে ঢোকার পর কোনো অলঙ্কার পরা যায় না। তবে এক জন অভিযুক্ত অলঙ্কার পরে জেলে থাকতে পারেন কিভাবে? কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ওই নিয়ম ভঙ্গ করে বুঝিয়ে দিয়েছেন, তিনি কতটা প্রভাবশালী যে, জেলের ভিতরেও হাতে আংটি পরে রয়েছেন।’’
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সুকন্যা ভট্টাচার্য এই প্রসঙ্গে জানান, ‘‘জেলের ওই নিয়মের কথা মক্কেলের জানা ছিল না।” যা শুনে বিচারক বলেন, “উনি (পার্থ) তো নিজেকে আইনের ছাত্র বলেন!” আর পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘স্বাস্থ্যের কারণেই আংটি পরে আছেন।’’