নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল গভীর রাতেরবেলা হাওড়ায় চেঙ্গাইল স্টেশন লাগোয়া লাডলো মিল মার্কেট এলাকায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল ওই বাজারের স্থায়ী-অস্থায়ী সহ দেড়শোর বেশী দোকান। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। এই ঘটনায় দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়।
দমকল সূত্রে জানা গেছে, রাত ১ টা ৩০ মিনিট নাগাদ ওই বাজারে আগুন লাগে। আর মুহূর্তের মধ্যে পাশাপাশি দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ও ব্যবসায়ীরা আগুন দেখতে পেয়ে দমকল বিভাগকে খবর দেন। প্রাথমিক ভাবে এলাকাবাসী এবং ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের দশটি ইঞ্জিন একে একে ঘটনাস্থলে এসে পৌঁছায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
কিন্তু অগ্নিকাণ্ডের জেরে ওই বাজারের একটি বড়ো অংশ পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন লাগার কারণ জানতে ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, “দমকল দেরী করে এসেছে।” কিন্তু দমকল কর্মীরা অভিযোগ অস্বীকার করে জানায়, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজে নামা হয়। অন্যদিকে ইদের বাজারে এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।