নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল থেকেই মজুরীর দাবীতে হুগলী চুঁচুড়া পুরসভার গেট বন্ধ করে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ চলছে। আজও বিক্ষোভের জেরে পুর পরিষেবা ব্যাহত হয়েছে। পুরসভা সূত্রে জানা যায়, প্রায় ২২০০ জন অস্থায়ী কর্মী রয়েছেন। ন্যুনতম মজুরী দৈনিক ২৭০ টাকা।
গতকাল অস্থায়ী কর্মীরা মজুরীর দাবীতে পুরভবনের সামনের রাস্তা অবরোধ করায় যান চলাচল ব্যাহত হয়। আর এদিনও পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ চলে। অভিযোগ, ‘এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চললেও মার্চ মাসের বেতন পাননি। তাই হুগলী-চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়ের তাদের সঙ্গে আলোচনায় বসে জানাতে হবে যে কবে বেতন হবে।’
আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা অসীম অধিকারী জানান, ‘‘আজ হাজিরা করার পর পুরসভায় এসেছি। চেয়ারম্যান যতক্ষণ না অবধি এসে সমস্যার সমাধান করবেন ততক্ষণ থাকব। গতকাল জনসাধারণের কথা ভেবে অবরোধ তুলে নেওয়া হয়েছিল। আমরাই শহর পরিষ্কার রাখি। কিন্তু আমাদের সাথে চেয়ারম্যান সহযোগীতা করছেন না।’’