একই দিনের প্রায় একই সময়ে দুই রাজ্যে ছড়িয়ে পড়ে বোমাতঙ্কের খবর

Share

নিজস্ব সংবাদদাতাঃ পাটনাঃ আজ বিহারের পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে বোমাতঙ্কের জেরে বিমানবন্দর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু বোমা আছে কি না, সে সম্পর্কে নিশ্চিত না হওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান চলাচলে ব্যাঘাত ঘটতে দেননি।

আজ সকালবেলা ১০ টা ৪৫ মিনিটে নাগাদ এক জন ব্যক্তি বিমানবন্দরে ফোন করে বোমার খবর দেন। সাথে জানানো হয়, যে কোনো মুহূর্তে এইবোমা ফেটে যেতে পারে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ বম্ব স্কোয়াডকে খবর দিলে বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বিমানবন্দরে বোমার খোঁজ শুরু করেন। বিমানবন্দরের নানা প্রান্তে চিরুনি তল্লাশি চালানো হয়।

এদিকে এদিন আবার ১০ টা ৪৯ মিনিটে দিল্লির সাদিক নগরের ইন্ডিয়ান পাবলিক স্কুলে বিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছে বোমা সংক্রান্ত হুমকির মেল যায়। ইমেলে বলা হয়, বিদ্যালয়ের ভিতরে বোমা রাখা রয়েছে। বিদ্যালয়ে কর্তৃপক্ষ খবর পেয়ে দ্রুত পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ইমেলটি ভুয়ো কি না তা খতিয়ে দেখেন। তবে ওই ইমেলের ভিত্তিতে তড়িঘড়ি বিদ্যালয় চত্বর খালি করে দেওয়া হয়।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram