নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ আজ ভোরবেলাা ৪ টে ৩৫ মিনিট নাগাদ পাঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনির ভিতর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এর জেরে গোটা এলাকাকে কেন্দ্র করে তল্লাশি অভিযান শুরু হয়।
সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ছাউনির ক্যুইক রিঅ্যাকশন টিমকে এই ঘটনায় মোতায়েন করা হয়। ফলে সমগ্র এলাকাকে ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানান, ‘‘প্রাথমিক ভাবে কোনো সেনা জওয়ান গুলি চালিয়েছেন বলে অনুমান করা হয়েছে। আর এই গুলি চালনার কারণেই বাকিরা গুলিবিদ্ধ হয়েছেন।’’