নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির সিরসপুরে ডিজের তীব্র আওয়াজের প্রতিবাদ করায় প্রতিবেশীর গুলিতে প্রাণ হারান ১ অন্তঃসত্ত্বা গৃহবধূ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত মহিলার নাম রঞ্জু। বয়স ৩০ বছর। রঞ্জুর স্বামী শ্রমিক হওয়ায় কর্মসূত্রে বিহার থেকে দিল্লিতে পরিবার নিয়ে এসেছিল।
জানা গেছে, গত ৩ রা এপ্রিল প্রতিবেশীর বাড়িতে পুত্রের মঙ্গলকামনায় একটি অনুষ্ঠান উপলক্ষ্যে ডিজের আয়োজন করা হয়েছিল। কিন্তু এত জোরে ডিজে বাজানোয় রঞ্জুর সমস্যা হচ্ছিল ফলে বাড়ির বারান্দায় বেরিয়ে এসে প্রতিবেশী হরিশকে ডেকে ডিজে বন্ধ করতে বলেন৷ এতে হরিশ রেগে গিয়ে বন্ধুর কাছ থেকে একটি পিস্তল নিয়ে এসে ওই মহিলাকে লক্ষ্য করে সটান গুলি চালিয়ে দেন।
এই ঘটনায় রঞ্জুর ঘাড়ে গুলি লেগেছিল। এরপর গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করানো হলে গর্ভস্থ সন্তান সহ তার মৃত্যু হয়। এদিকে পুলিশ গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হরিশ ও তার বন্ধু অমিতকে গ্রেফতার করে। আর পিস্তলটি বাজেয়াপ্ত করেন।
পাশাপাশি শনিবার হাসপাতালে রঞ্জুর মৃত্যুর পর অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া ৩০৭, ৩৪ ও অস্ত্র আইনের ২৭ নম্বর ধারাও প্রযুক্ত হয়েছে।