নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ বাঁকুড়ার বড়জোড়ার ব্লকের ঘুটগড়িয়া এলাকার একটি কারখানার সামনে বায়ুসেনার পোশাক পরিহিত মাথায় হেলমেট, পিঠে বাঁধা প্যারাশুট সহ উদ্ধার হয়েছে এক জন যুবক। ওই যুবকের পোশাকের সাথে আরো নানা সরঞ্জাম রয়েছে। আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশের কাছে খবর দেন। বড়জোড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। ওই যুবকের পোশাক দেখে পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক বায়ুসেনার কর্মী।
ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কাঁকসা থানার মাধ্যমে পানাগড় সেনাছাউনিতে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি প্যারাশুটে কোনো গোলযোগের কারণে এই ঘটনা ঘটেছে, না কি এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।