নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ অশান্তির আবহেই এবার শ্রীরামপুরের বাঙ্গিহাটি এলাকায় দুই নম্বর জাতীয় সড়ক অর্থাৎ দিল্লি রোডের কাছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনে আগুন লেগে ব্যাপক শোরগোল শুরু হয়। এলাকাবাসীদের বিষয়টি নজরে আসতেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।
দমকল বাহিনী খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর দমকলের ইঞ্জিনগুলি তিন দিক থেকে সাব স্টেশনটিকে ঘিরে ফেলে আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সমগ্র এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
উল্লেখ্য যে, ওই সাব স্টেশনটি থেকে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু এই অগ্নিকাণ্ডের জেরে ওই পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর পাশাপাশি ওই এলাকায় প্রচুর জ্বালানী মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ার যথেষ্ট আশঙ্কাও রয়েছে।