নিজস্ব সংবাদদাতাঃ ডানকুনিঃ আজ ডানকুনির রথতলা সংলগ্ন খালপাড় এলাকার একটি খাটালে আচমকা আগুন লেগে পাশের আরো দুটি খাটালে আগুন লাগে। এর জেরে পুড়ে মৃত্যু হয়েছে ৪০টি গোরুর। আর আহত হয়েছে আরো ১৫ টি গোরুর। দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দ্রুত দমকলবাহিনী এসে পৌঁছায়।
দমকল সূত্রে জানা গিয়েছে, খাটালগুলির পাশেই একটি গেঞ্জি কারখানা রয়েছে। সেই কারখানাও আগুনের কবলে চলে যায়। তবে বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকলের দুটি ইঞ্জিনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু গবাদি পশুগুলিকে বাঁচানো যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
ডানকুনি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হন। ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম সহ অন্যান্য কাউন্সিলর খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি খতিয়ে দেখতে যান। হাসিনা শবনম জানান, “ওই খাটাল বৈধ অনুমতি ছাড়াই চলছিল।” খাটাল মালিকদের দাবী, “গবাদি পশুর মৃত্যুতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here