অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ কলকাতার ধর্মতলার ডাফরিন রোড ও মেয়ো রোডের ক্রসিংয়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন তিন জন মহিলা সহ ১৬ জন পুরুষ।
জানা গেছে, মেটিয়াবুরুজ থেকে হাওড়াগামী যাত্রীবোঝাই একটি মিনি বাস একটি বাইককে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এর জেরে বাসের সামনে এবং পিছনের দিকের কাচ একেবারে ভেঙে যায়। এছাড়া যাত্রীরা ভেতরে আটকেও পড়েছিলেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
আহত যাত্রীদের এসএসকেএমের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আর দু’জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের দাবী, “বাসটি ফাঁকা রাস্তা পেয়ে গতি বাড়িয়ে দিয়েছিল। তখন বাইকটি সামনে চলে আসায় বাইকটিকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায়।”
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code