পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার রায়দিঘিতে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য বাপ্পাদিত্য হালদার।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, ‘‘গত বুধবার সকালবেলা বাপ্পাদিত্য মহিলার স্বামীকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ফোন করেন আর প্রয়োজনীয় নথিপত্র চান। এরপর দুপুরবেলা পঞ্চায়েত সদস্য নিজেই মহিলার বাড়িতে যান। তখন মহিলার স্বামী বাড়িতে ছিলেন না। আর ওই সময় তাকে একা থাকার সুযোগে বাড়িতেই ধর্ষণ করেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
এরপর পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে ধর্ষণের মামলা রুজু করে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই মহিলাকে মেডিকেল পরীক্ষা করানোর পর গোপন জবানবন্দির নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই অভিযোগ প্রকাশ্যে আসতেই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা সরব হয়ে বাপ্পাদিত্যর শাস্তির দাবী জানানোর সাথে সাথে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুমকিও দিয়েছেন। তবে তৃণমূল এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেয়নি। এসডিপিও বিশ্বজিৎ নস্কর জানান, ‘‘এই ঘটনার তদন্ত শুরু হচ্ছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। আর মিছিলে অংশগ্রহণকারী সদস্যদের তালিকা নির্দিষ্ট থানায় জমা করতে হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here