নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ আজ মধ্যপ্রদেশের ইনদওরের শ্রী বালেশ্বর মন্দিরে রামনবমী উপলক্ষ্যে পুজো দিতে গিয়ে কুয়োর ছাদ ধসে ৫০ ফুট নীচে পড়ে মৃত্যু হয়েছে ১৩ জন পুণ্যার্থীর। আহতের সংখ্যাও বহু।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, মন্দিরে কয়েকশো পুণ্যার্থী হাজির হয়েছিলেন। এই মন্দিরের ভিতরে একটি বহু পুরোনো কুয়ো ছিল। কুয়োটির মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকেও দেওয়া হয়েছিল। তবে পুজো চলাকালীন বেশ কিছু পুণ্যার্থী ওই কুয়োর ছাদে উঠতেই এই দুর্ঘটনা ঘটে। এমনকি কংক্রিটের চাঙড়ের নীচে বেশ কিছু লোক চাপাও পড়ে যান।
দমকল ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আপাতত ১১ জনের দেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে এক জন পুরুষ এবং দশ জন মহিলা। ইতিমধ্যে ১৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কিন্তু এখনো অবধি কুয়োতে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। এর পাশাপাশি প্রশাসনকে সমগ্র পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন।