নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বই বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে আচমকাই প্রায় ৯ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। সন্দেহ করা হয় যে, নিরাপত্তার জন্য স্ক্যান করার সময়ই বিষয়টি জানতে পেরে ব্যাগ খুলে টাকা লোপাট করা হয়।
গত ২১ শে মার্চ মুম্বইয়ের ওরলির বাসিন্দা ৫৮ বছর বয়সী অমরদীপ কপূর সিংহ ছেলেকে নিয়ে দুবাই যাচ্ছিলেন। রাতেরবেলা ১১টা ৫ মিনিটে লাগেজ নিয়ে বিমানে ওঠেন। ব্যাগেই ৪০০ দিরহাম (সংযুক্ত আরব আমিরশাহির মুদ্রা) অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ ৮০ হাজার টাকা রাখা ছিল। কিন্তু ব্যাগ থেকে ওই টাকা হারিয়ে যাওয়ায় দুবাই থেকে ফিরে বিমানবন্দরে গিয়ে অভিযোগ জানান। সহর থানাতেও অভিযোগ দায়ের করা হয়।
পুলিশের অনুমান, অমরদীপবাবুর ব্যাগে যে নগদ টাকা আছে তা ব্যাগ স্ক্যান করার সময়ই জানতে পারা গিয়েছিল। পরে সেই ব্যাগকে বিমানবন্দর কর্মীরাই বিমানে তোলেন। আর ওই সময়ের মধ্যেই কোথাও ব্যাগ খুলে টাকা বার করে নেওয়া হয়েছে। এই ঘটনায় বিমানবন্দরের কর্মীদের একাংশই যুক্ত বলে মনে করা হচ্ছে। তাই অভিযুক্তদের খোঁজে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।
উল্লেখ্য যে, বিমানে যাত্রার সময় যাত্রীদের হাতে একটি ছোটো ব্যাগ রাখার অনুমতি দেওয়া হয়। অন্যান্য মালপত্রের স্ক্যান হওয়ার পর তা সরাসরি বিমানের মালপত্র রাখার জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এই পুরো পথটি যাত্রীদের ব্যাগপত্রের ভার সংশ্লিষ্ট বিমান সংস্থা ও বিমানবন্দর কর্মীদের হাতে থাকে।