নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ জম্মু-কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্ত আচমকা জোরালো বিস্ফোরণে কেঁপে উঠলো। কাঠুয়া জেলার সানিয়ালে সীমান্ত পুলিশ চৌকির কাছে একটি চাষের জমিতে এই বিস্ফোরণে জমিতে বিশাল বড়ো গর্তের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীদের দাবী, “ড্রোনে করে সীমান্তের ওপার থেকে আইইডি পাচার করা হচ্ছিল। বিস্ফোরক নীচে ফেলতেই তা ফেটে গিয়েছে বলে মনে করা হচ্ছে।” এই বিস্ফোরণের খবর পেয়ে জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত ডিজি মুকেশ সিংহ ঘটনাস্থলে যান। এছাড়া পুলিশ ও সেনার পদস্থ কর্তারাও ঘটনাস্থলে আসেন।
এছাড়া বম্ব স্কোয়াডকেও ডাকা হলে তারা এসেও নমুনা সংগ্রহ করে নিয়ে যান। বিস্ফোরণটি কি থেকে হয়েছে তা নিয়ে যথাযথ তল্লাশি চালানোর পাশাপাশি গোটা বিষয়টি ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।