নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গত বছর মালদার মানিকচকের ভুতনী থানা এলাকায় এক মাধ্যমিক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই কয়েক জনের বিরুদ্ধে। কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও অভিযুক্তরা অধরা। আর এর মধ্যে আবার নাবালিকার পরিবারকে প্রাণে মারার হুমকি সহ বাড়িতে বোমা মেরে গুলি চালিয়ে খুনের চেষ্টারও অভিযোগ উঠল।
নাবালিকার পরিবার এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলছেন। কিন্তু জেলার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব এই ঘটনার প্রেক্ষিতে জানান, ‘‘অভিযুক্তেরা পলাতক। খোঁজ চলছে। পুলিশকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।’’ প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে তাকে দীপক মণ্ডল ও তার দলবল বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দু’দিন ধরে যৌন নির্যাতন করে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। এই ঘটনার পরেই পরিবারের তরফে থানায় অপহরণ করে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযোগ দায়ের করার পরেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। পরিবর্তে অভিযুক্তেরা অভিযোগ তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছে। প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আর এবার সরাসরি প্রাণে মারার চেষ্টাও করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে যে, ‘‘পুলিশ কিছু করেনি বলেই আজ ওরা এত সাহস পাচ্ছে! ওদের শাস্তি চাই।’’ স্থানীয় সূত্রের দাবী, ‘‘কয়েক বছর আগে অভিযুক্তদের বিরুদ্ধে সেচ দপ্তরের আধিকারিকদের উপর বোমার মারারও অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় সেচ দপ্তরের কয়েক জন জখম হয়েছিলেন।’’
Sponsored Ads
Display Your Ads Here