অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ হাওড়া স্টেশনের পরে এবার কলকাতা স্টেশনের উড়ালপুল থেকে উদ্ধার হলো প্রায় তিন কেজি সোনার বিস্কুট। ধৃতরা রাজস্থানের বাসিন্দা কামার দান ও সুভাষ চন্দ্র।
রেল পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরবেলা কামার এবং সুভাষ ব্যাগ নিয়ে স্টেশনের উড়ালপুল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিন্তু তাদের আচরণ দেখে সন্দেহ হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালাতেই কথায় অসঙ্গতি ধরা পড়ে। এছাড়া কোনো নথি দেখাতে না পারায় থানায় নিয়ে যাওয়া হয়।
এরপর ব্যাগ পরীক্ষা করলে ৩০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। সব বিস্কুট কাগজে মোড়ানো অবস্থায় ব্যাগের নীচে রাখা ছিল। যার এক-একটির ওজন ১১৬ গ্রাম বলে জানা গিয়েছে। বর্তমানে ওই সোনার বাজারমূল্য প্রায় দু’কোটি টাকা।
গতকাল শিয়ালদহ রেল পুলিশ কামার ও সুভাষকে বিশেষ আদালতে তুললে বিচারক সাত দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, কামার এবং সুভাষ সোনা পাচারের বাহক। বুধবার যোধপুর এক্সপ্রেসে হাওড়ায় আসেন। সেখান থেকে বড়বাজারে গিয়ে সোনা সংগ্রহ করে সোনা নিয়ে রাজস্থানে যাওয়ার জন্য কলকাতা স্টেশনে পৌঁছান।
সেখান থেকে অনন্যা এক্সপ্রেসে যাওয়ার কথা ছিল। পুলিশের অনুমান, ধৃতরা সোনা পাচার চক্রের সঙ্গে জড়িত। এর আগেও কলকাতায় এসে পাচারের উদ্দেশ্যে সোনা নিয়ে গিয়েছে। বড়বাজারের কোথা থেকে ওই সোনা সংগ্রহ করেছিলেন তা জানার চেষ্টা চালানো হচ্ছে।