নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ গতকাল পাঞ্জাবের ফাজিলকা জেলার আবোহার গ্রামে আছড়ে পড়লো টর্নেডো। প্রকৃতির ওই ভয়াবহ মুহূর্তের একাধিক ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
টর্নেডো চারদিক কাঁপিয়ে পাক খেতে খেতে ধেয়ে এসেছে। সামনে যা পড়ছে, নিমেষের মধ্যে তা খড়কুটোর মতো উড়ে গিয়েছে। প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ বাড়ির চাল উড়ে গেছে। কিছু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছে। এছাড়া প্রচুর গাছপালা রাস্তায় পড়ে থাকায় কিছুক্ষণের জন্য এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিএসএফ টর্নেডোর খবর পেয়ে গ্রামে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তাছাড়া ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা বহু লোককে উদ্ধার করে স্থানীয় একটি সরকারী হাসপাতালে ভর্তি করার পাশাপাশি এলাকাবাসীদের সাথে হাত লাগিয়ে গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিকও করেছেন।
প্রশাসনিক আধিকারিকরা প্রাকৃতিক দুর্যোগের এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। বিধ্বংসী টর্নেডোর প্রকোপে পড়ে এলাকাবাসীদের ব্যাপক আর্থিক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে। কিন্তু ক্ষয়-ক্ষতির পরিমাণ ঠিক কতটা তার সরকারী হিসেব এখনো অবধি জানা যায়নি।