এবার খারিজ করা হলো রাহুল গান্ধীর সাংসদ পদ

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে লোকসভার স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করলেন। আজ লোকসভা সচীবালয়ের তরফ থেকে এই কথা জানানো হয়েছে। ফলে এদিন কংগ্রেস কেন্দ্রীয় সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে অন্য বিরোধী দলগুলিকে নিয়ে আন্দোলনের পথে নেমেছে।

উল্লেখ্য যে, মোদী পদবি তুলে আপত্তিকর মন্তব্যের জেরে গতকাল গুজরাতে সুরাত জেলা আদালত রাহুল গান্ধীকে দুই বছর জেলের সাজা দিয়েছিল। এরই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইনের (১৯৫১) ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাঁর সাংসদ পদ খারিজ করা হয়েছে।


এর জেরে দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে বারোটি বিরোধী দলের নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠকে বাম, জেডি(ইউ), ডিএমকের পাশাপাশি অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)ও ছিল। এরপর সকলে মিলে সংসদ ভবন থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যান।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031