নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ আজ তামিলনাড়ুর কাঞ্চিপুরমে বাজি তৈরীর কারখানায় আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৭ জনের। আর আহত হয়েছেন অন্তত ১৫ জন। এই বিস্ফোরণে চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
সূত্রের খবর অনুযায়ী, কারখানায় মোট ২৫ জন কর্মী ছিলেন। বাজি তৈরী করার পর কারখানার কর্মীরা রোদে শুকোতে দিয়েছিলেন। আর তখনই আগুন লেগে সেই আগুন কারখানার ভিতরে ছড়িয়ে পড়ে। এরপর কারখানার ভিতরে থাকা বাজিতে আগুন ধরে যেতেই ভয়ানক বিস্ফোরণ ঘটে কারখানার ছাদ উড়ে যায়।
স্থানীয়রা প্রথমে সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। তারপর দমকল ও অ্যাম্বুল্যান্সকেও খবর দেওয়া হয়। এই ঘটনায় ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। অন্যদিকে স্থানয়ীরাই আহতদের উদ্ধার করে অটো এবং গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো দু’জনের মৃত্যু হয়।
এছাড়া বাকি আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশ ও দমকল কর্মীরা এসে বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, এই কারখানার বৈধ লাইসেন্স ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।