চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল গভীর রাতেরবেলা কলকাতা পুলিশের সার্ভে পার্ক থানা ও নারকোটিকস বিভাগের আধিকারিকেরা অভিযান চালিয়ে ইএম বাইপাসে একটি গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার ১২৮ কেজি গাঁজা উদ্ধার করেছেন। এই ঘটনায় ইমরান নামে এক জন যুবককে পুলিশ গ্রেফতার করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভিন্রাজ্য থেকে এই গাঁজা নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে, এই গাঁজা দক্ষিণ চব্বিশ পরগণার কোনো নির্দিষ্ট জায়গায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিকে অভিযুক্তর সাথে এই গাঁজা পাচার চক্রের আর কে বা কারা জড়িত রয়েছেন তাও খতিয়ে দেখা হচ্ছে।