নিউজ ডেস্কঃ তেলেঙ্গানাঃ তেলঙ্গানার দণ্ডপল্লী এলাকায় এক যুবকের হেনস্থার মুখে পড়ে আত্মহত্যা করেছে ২২ বছর বয়সী এক জন তরুণী। অভিযুক্ত যুবক ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। আর কলেজের ছাত্র সংগঠনের নেতা।
সূত্রের খবর, এক বছর আগে তরুণী কলেজ থেকে স্নাতক পাশ করেছে। সম্প্রতি অন্য এক যুবকের সাথে সম্পর্ক হওয়ায় বাড়িতে জানাতে গত ১৩ ই মার্চ বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়ে ঠিক হয়েছে জানতে পেরে ওই ছাত্রনেতা তাকে ফোন করে উত্যক্ত করত। বিয়ের জন্য চাপ দিত। এছাড়া অশ্লীল ভাষায় গালিগালাজও করত।
ফলে এই হেনস্থা থেকে রেহাই পেতে ওই তরুণী আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার চেষ্টা করার পর ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এরপর ওই তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে যৌন হেনস্থা ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।