নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকার ভোলাডাঙায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছে শিশু ও মহিলা সহ ১৫ জন।
জানা যায়, পনেরো জন যাত্রী ভীমপুর ভাতজাংলা এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে অগ্রদ্বীপের মেলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যেতেই এই দুর্ঘটনাটি ঘটে। নাকাশিপাড়া থানার পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গাড়িচালকদের সহায়তায় আহত যাত্রীদের বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে আটটি অ্যাম্বুল্যান্সে করে বারো জনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, আহতদের চিকিৎসার জন্য মেডিকেল টিম ও প্রয়োজনীয় রক্ত মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।