নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বর্ধমানের গলসির একটি পরিত্যক্ত কারখানা থেকে লোহা চুরির ঘটনায় পুলিশ এক জন ট্রাক চালক সহ দু’জনকে গ্রেফতার করেছেন। ধৃতরা হলো মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার বাসিন্দা রমজান শেখ ও বিহারের বৈশালী জেলার মালগঞ্জ থানার সারারিয়ার বাসিন্দা রামায়ণ কুমার।
পুলিশ সূত্রে খবর, গতকাল ফাগুপুর পার্কিংয়ের কাছে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ট্রাকচালক একজনের সাথে চাপা স্বরে কথা বলায় পুলিশের সন্দেহ হয়। এরপর পুলিশ দু’জনকে আটকে জিজ্ঞাসাবাদ করায় পুলিশ জানতে পারে, রামায়ণ একটি পরিত্যক্ত কারখানা থেকে চোরাই লোহা ট্রাকে করে নিয়ে এসে রমজানকে বিক্রি করার চেষ্টা করছেন।
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু লোহার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ট্রাক থেকে ২৪ পিস লোহার বার ও তিন পিস পাইপ উদ্ধার হয়। পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করে রমজান এবং রামায়ণের নামে মামলা রুজু গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবী, দীর্ঘদিন থেকে রামায়ণ চোরাই লোহা কেনাবেচায় জড়িত ছিল। গতকাল ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়।
Sponsored Ads
Display Your Ads Hereএছাড়া পুলিশ আরো চোরাই লোহা উদ্ধার করতে এবং কারবারে জড়িত বাকিদের খোঁজ পেতে রামায়ণকে আট দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানান। ভারপ্রাপ্ত সিজেএম তাকে চার দিন পুলিশী হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আর রমজানকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৩ শে মার্চ আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন।