নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আবারও হাওড়া স্টেশন থেকে বান্ডিল বান্ডিল দ্ধার করা হয়েছে। মোট উদ্ধারপ্রাপ্ত মূল্য হলো ৩২ লক্ষ ৮০ হাজার টাকা।
পূর্ব রেল সূত্রে খবর, শনিবার আরপিএফের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াডের আধিকারিকরা হাওড়া স্টেশনে তল্লাশি চালিয়ে প্রথমে নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ৪৫ বছর বয়সী বিধানচন্দ্র কুমার নামে এক ব্যক্তিকে পাকড়াও করে ব্যাগ থেকে নগদ ২০ লক্ষ টাকা উদ্ধার করেন। বিধানচন্দ্র পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর আরেক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে ১২ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। এই উদ্ধার হওয়া নগদ টাকা শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে গত ১০ ই মার্চ এক জন ব্যক্তিকে আটক করে নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। প্রায় প্রতি মাসেই হাওড়া স্টেশন থেকে এ হেন বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা প্রশাসন মহলে যথেষ্ট উদ্বেগ ছড়াচ্ছে।