নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ সমগ্র রাজ্যের বিভিন্ন জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। এর মধ্যে আজ দুপুরবেলা থেকে দার্জিলিঙের ফালুট, সান্দাকফু, সিঙ্গালিলা সহ একাধিক এলাকায় তুষারপাত দেখা গিয়েছে। ফলে শীতের আবহ তৈরী হয়েছে।
এই তুষারপাতের জেরে ফালুট, সান্দাকফু, সিঙ্গালিলা সহ বিস্তীর্ণ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাত হলেও মূল শহরে কোনো প্রভাব পড়েনি। কিন্তু গতকাল রাতেরবেলা দার্জিলিং, কালিম্পং সহ আশপাশের এলাকায় ব্যাপক বৃষ্টির কারণে জাঁকিয়ে শীত পড়েছে।
আবার সকালবেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আর বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কমেও যায়। কিন্তু সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এরপর দুপুরবেলা সমগ্র শহর বরফের চাদরে একেবারে আচ্ছন্ন হয়ে যায়।