নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার চৌধুরী পাড়ায় উদ্ধার হয়েছে ৬২ বছর বয়সী এক জন বৃদ্ধের ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতের নাম নির্মল দত্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবিবাহিত নির্মলবাবু বাড়িতে একাই থাকতেন। এদিন তাকে আত্মীয়রা বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করেও সাড়া পাননি। এরপর প্রতিবেশীরা জড়ো হয়ে ডাকাডাকি করলেও ঘরের ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে নির্মলবাবুকে উদ্ধার করেন।
পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, নির্মলবাবু মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন। অন্যদিকে গতকাল ওলাবিবিতলা লেনে ৬৪ বছর বয়সী প্রতাপ বন্দ্যোপাধ্যায় নামে এক জন বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার হয়েছে। চ্যাটার্জিহাট থানার পুলিশ বাড়ির বাইরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে সোফার উপুড় পড়ে থাকা প্রতাপবাবুর পচাগলা দেহ উদ্ধার করেন। জানা গিয়েছে যে, ওই বৃদ্ধও বাড়িতে একাই থাকতেন। ইতিমধ্যে পুলিশ দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছেন।