নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫৫ বছর বয়সী হুগলীর বলাগড় পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতা তরুণ সেনের।
জানা গেছে, তরুণবাবু সস্ত্রীক অটো করে বলাগড় থেকে জিরাট ফেরার সময় এসটি কেকে রোডে পুনুই মোড়ের কাছে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উভয় গুরুতর আহত হন। অটোচালকও আহত হয়েছেন। এরপর এলাকাবাসীরা তাদের উদ্ধার করে জিরাটের আহম্মদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তরুণবাবুকে মৃত বলে ঘোষণা করেন। তবে এখনো তরুণবাবুর স্ত্রী ও অটোচালকের চিকিৎসা চলছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তৃণমূল নেতার অকস্মাৎ মৃত্যুতে এলাকার তৃণমূল নেতৃত্ব গভীর শোকপ্রকাশ করেছেন। উল্লেখ্য, এক সময় বামেদের শক্ত ঘাঁটি বলাগড়ে তরুণবাবুর হাত ধরে তৃণমূলের ভিত প্রশস্ত হয়। তারপর একের পর এক যুবক তৃণমূলে আসেন। যাদের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের হাতে আটক শান্তনু বন্দ্যোপাধ্যায়ও ছিলেন।