নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ মঙ্গলবার থেকে বিহারের সীতামাড়ি এলাকায় ২০ বছর বয়সী এক জন যুবক বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। ২৪ ঘণ্টা পর ঝোপের ভিতর থেকে তার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই যুবকের সারা দেহে ও মুখে ক্ষতের চিহ্ন ছিল। মৃতের নাম চিন্টু। ভাঙাচোরা জিনিস কেনাবেচার ব্যবসা করতেন।
গতকাল এলাকাবাসীরা ঝোপের মধ্যে থেকে মৃতদেহ খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর পাঠান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পুলিশের অনুমান, চিন্টুর সারা শরীরে এবং মুখে একশো বারেরও বেশী ছুরি দিয়ে কোপ মারা হয়েছে।
চিন্টুর ভাইকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হলে সে অভিযোগ করে যে, “হোলির দিন চিন্টুর প্রতিবেশী রামা মাহাতোর সাথে বচসা হয়েছিল। রামা মাহাতোই এই খুন করেছেন।” এই অভিযোগের ভিত্তিতে পুলিশ থানায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছেন। পাশাপাশি পুলিশ মৃতদেহ উদ্ধার করার পর এলাকাটি ঘিরে দিয়েছেন। আর সুবিধার জন্য অন্য রাস্তা দিয়ে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করেছেন।