ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আমেরিকার টেক্সাসের হ্যারিস কাউন্টিতে দুই জন শিশু বন্দুক নিয়ে খেলার সময় ভুলবশত দিদির উদ্দেশ্যে একটি গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার বছর বয়সী শিশুর। যা দেখে রীতিমতো বাকরুদ্ধ পরিবারের সদস্যরা।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, টেক্সাসের বামেল নর্থ হিউস্টনের একটি ফ্ল্যাটে এই কাণ্ড হয়েছে। সে সময় ফ্ল্যাটে ওই দুই জন শিশু-সহ মোট পাঁচ জন উপস্থিত ছিলেন। গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে শিশুটির হাত থেকে বন্দুক নিয়ে পুলিশের কাছে খবর দেন। পুলিশও এই ঘটনাটিকে আকস্মিক ভাবে গুলি চালানো হয়েছে বলে মনে করেছেন।