অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নিয়োগ দুর্নীতিতে এই প্রথম ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) কোনো অভিনেতাকে তলব করেছে। ইডির দাবী অনুযায়ী নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সাথে বনির যোগ রয়েছে। এমনকি কুন্তল ঘোষের সাথে অভিনেতার মা তথা ইম্পা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন)-র সভাপতি পিয়া সেনগুপ্তরও যোগাযোগ ছিল।
ইম্পার নির্বাচনে কুন্তল ঘোষ মুঠো মুঠো টাকা দিয়েছিলেন বলে দাবী করেন। ফলে এবার পিয়ার বিরুদ্ধে টলিউডের পরিচালক প্রযোজকরা হাইকোর্টে গেলেন। ইম্পা হলো হল মালিক, পরিবেশক ও প্রযোজকদের নিয়ে গঠিত সংগঠন। ২০২১ সালের সেপ্টেম্বরে এই সংগঠনের নির্বাচন হয়েছিল।
যেখানে কুন্তল ঘোষ পিয়াকে নির্বাচনে জেতানোর জন্য নিজে উপস্থিত হয়েছিলেন। প্রচুর টাকা খরচও করেছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে পিয়া জানান, ‘‘গোটাটাই গুজব! আমার খুব হাসি পাচ্ছে। এটা খুবই নিম্নরুচির বিষয়। দিনে দিনে বিষয়টা খুব সস্তা হয়ে যাচ্ছে। যে এই সংগঠনের সদস্যই নয়, সে টাকা ঢালবে কিভাবে? আর কেনই বা ঢালবে? মিথ্যা কথা রটানো হচ্ছে।’’