পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা স্মার্টওয়াচ আনলেই বাতিল হবে রেজিস্ট্রেশন

Share

রায়া দাসঃ কলকাতাঃ আগামীকাল থেকেই রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। আর তাই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিকা প্রকাশ করে জানায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু হবে। আর ১ টা ১৫ মিনিটে শেষ হবে। প্রত্যেক পরীক্ষার দিন পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে হবে। কিন্তু এর উপরে কিছু লেখা যাবে না।

প্রথম দিন পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে পরীক্ষা হলে পৌঁছাতে হবে। আর বাকি দিনগুলি পরীক্ষা শুরু হওয়ার আধ ঘণ্টা আগে পৌঁছে যেতে হবে। প্রত্যেক পরীক্ষার দিন অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোলে (এএসআর) সই করতে হবে। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে নির্দিষ্ট আসনে বসতে হবে। নিজেদের সাথে আনতে পেন, পেনসিল, কালি, রবার এবং ইনস্ট্রুমেন্ট বক্স আনতে হবে।


অন্য পরীক্ষার্থীদের থেকে কোনো জিনিস নেওয়া যাবে না। পরীক্ষার সময় ত্রিকোণমিতি, লগারিদম সহ কিছু বিষয়ে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পর শৌচালয়ে যাওয়া যাবে। তখন খাতা ও প্রশ্নপত্র নিজের বেঞ্চে রেখে যেতে হবে। দুপুর ১২ টা ৪৫ মিনিটের আগে পরীক্ষা শেষ করে বার হওয়া চলবে না। পরীক্ষার শেষে পরীক্ষকের কাছে খাতা জমা করতে হবে।


মাধ্যমিক শিক্ষা পর্ষদের মতো উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদও মোবাইল এবং স্মার্টওয়াচ নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষিদ্ধ করেছে। কোনো পরীক্ষার্থীর থেকে মোবাইল বা স্মার্টওয়াচ উদ্ধার হলে রেজিস্ট্রেশন বাতিল হবে। পাশাপাশি পরীক্ষার জায়গায় অভিভাবকেরা প্রবেশ করতে পারবে না।


পরীক্ষার্থীরা পরীক্ষা হলের ভিতরে বা বাইরে নিজেদের মধ্যে কোনোরকম কথা বলতে পারবে না। পরীক্ষা হলের ভিতর কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে পরীক্ষার্থীদের ফলাফল স্থগিত রাখা হবে। সেই মতো অভিযুক্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930