নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের গোরক্ষপুরের তিওয়ারিপুর থানার অন্তর্গত সুরজ কুন্ড কলোনীতে সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে অশান্তি জেরে রাগের বশে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। মৃতের নাম মুরলিধর গুপ্ত। বয়স ৬২ বছর।
পুলিশ সূত্রে খবর, ৩০ বছর বয়সী সন্তোষকুমার গুপ্ত ওরফে প্রিন্স সব সম্পত্তি দখল করতে চেয়েছিলেন। এই নিয়ে মুরলিধরবাবুর সাথে বচসা শুরু হয়। কিন্তু অশান্তি বাড়তে থাকায় সন্তোষকুমার রাগের মাথায় বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাবাকে হাতুড়ি দিয়ে মেরে দেহ টুকরো টুকরো করে।
এরপর ভাই প্রশান্তকুমার গুপ্তের ঘর থেকে স্যুটকেস বের করে টুকরোগুলি স্যুটকেসের ভিতরে ভরে বাড়ির পিছনে রাস্তায় লুকিয়ে রাখে। প্রশান্ত এই ঘটনায় দাদার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করায় পুলিশ অভিযোগের ভিত্তিতে দেহের খণ্ডাংশগুলি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনাটির তদন্ত শুরু করেছেন।