নিজস্ব সংবাদদাতাঃ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের দশটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে সাথে ঘণ্টায় ৩০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মূলত আজ সকালবেলা থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল।
আবহাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কলকাতা ও তার সংলগ্ন এলাকায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা পার্থক্য হবে না। আগামী সপ্তাহেও রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। আগামী বুধবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।