চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল রাত ১১ টা ৪৫ মিনিটে নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলীর যুব তৃণমূল নেতা তথা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) গ্রেফতার করেছিল। আজ বিধাননগর হাসপাতাল থেকে এক জন চিকিৎসক সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এসে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যপরীক্ষা করেন।
দুপুরবেলাই তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। ইডি আদালতে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার জন্য আবেদন জানাতে পারে। প্রসঙ্গত, গতকাল বিকেলবেলার পর থেকেই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার প্রক্রিয়া শুরু হয়েছিল। দিনভর জেরার পর রাতেরবেলা তাকে গ্রেফতার করা হয়।
এদিন সিজিও কমপ্লেক্সে আসার পর থেকেই দফায় দফায় জেরা করা হয়। নিয়োগ দুর্নীতিতেই ধৃত তৃণমূলের আরেক যুবনেতা কুন্তল ঘোষের বয়ানের ভিত্তিতেও এই জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এর আগেও একাধিক বার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়ে নিয়োগ দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এমনকি সম্পত্তির নথি চেয়ে বাড়িতে তল্লাশি চালানো হয়।
গত জানুয়ারী মাসেই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ জন চাকরীপ্রার্থীর তালিকা উদ্ধার হয়েছিল। এর মধ্যে প্রায় সাত জনের চাকরী হয়েছিল। এর জেরে তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় অবশেষে গ্রেফতার করার প্রক্রিয়া শুরু হয়।